রাজধানীর মহাখালীতে রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল আলিম (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (৫ জুন) সকালে রেলক্রসিং পার হতে গিয়ে অসাবধানতাবশত এ দুর্ঘটনার মুখে পতিত হন ওই ব্যক্তি।
গুরুতর আহত অবস্থায় আব্দুল আলিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পলাশ বলেন, আমরা খবর পেয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় আব্দুল আলিমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তা পারাপারের সময় আব্দুল আলিম নামে ওই ব্যক্তিকে ঢাকামুখী একটি ট্রেন ধাক্কা দেয়। আলিম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নাগরৌহা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
একুশে সংবাদ/আ.টি/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

