রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে এমভি বাঙালি লঞ্চের আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সদরঘাটের শ্যামবাজার ঘাটে একটি লঞ্চে দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১টা ৫ মিনিটে। পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়।
মোট ৫টি ইউনিটের চেষ্টায় দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। লঞ্চটিতে কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

