রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় আট জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে আগুনের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), খায়ের (৪০) ও মাসুম (২৪)।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, এখন পর্যন্ত আট জনকে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো হবে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

