বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুরান ঢাকার নবাবপুর রোডের ঘিরে রাখা বাড়িটি থেকে লাল-কালো স্কচটেপ মোড়ানো ৬টি ককটেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর ২২২ নম্বর নবাবপুর রোডের বাড়িটিতে র্যাবের অভিযান শেষ হয়।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নবাবপুর রোডের একটি নির্মাণাধীন বাড়ির পরিত্যক্ত জায়গায় বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। এখানে কিছু দুষ্কৃতকারী অবস্থা করছে, এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসার আগেই তারা পালিয়ে যায়। কারা কী উদ্দেশ্য নিয়ে এসব বিস্ফোরক জড়ো করে তা নিশ্চিত নয়। তবে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এর আগে, বোমা সন্দেহে সোমবার রাত পৌনে ১২টায় ভবনটি ঘিরে ফেলেন র্যাবের সদস্যরা।
একুশে সংবাদ/বা.নি/না.স



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

