নরসিংদীর পলাশ উপজেলায় শক্তিশালী ভূমিকম্পে নাসির উদ্দিন (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়ায় এই ঘটনা ঘটে। মৃত নাসির উদ্দিন ওই গ্রামের প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ইসলামপাড়া গ্রামের (সাবেক নয়াপাড়া) বাড়ির পাশের এক ফসলের জমিতে কাজ করছিলেন নাসির উদ্দিন। এ সময় হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে জমি কেঁপে উঠে ফসলের মাঠসহ চারপাশ। পরে তিনি ফসলের মাঠ থেকে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে মাটির গর্তে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ভূমিকম্পের সময় মাটির গর্তে পড়ে নাসির উদ্দিনের মৃত্যু ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

