রাজধানীর কামরাঙ্গীরচরের আচার ওয়ালার ঘাটের বড় গ্রামে এক যুবকের চাপাতির আঘাতে শহিদুল ইসলাম হাওলাদার (৪৫) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন।
বুধবার (৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে এ হত্যাকান্ডটি ঘটে।
মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার ছোট ভাই মামুন জানান, আজ সকালের দিকে আমার ভাই আচার ওয়ালারঘাট বডগ্রাম যাওয়া মাত্র এলাকার মোবাইল ব্যবসায়ী আলমগীর (৩৭ ) ধারালো চাপাতি দিয়ে আমার ভাইয়ের ঘাড়ে এলোপাথাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক আমার ভাইকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, কি কারনে আমার ভাইকে হত্যা করা হয়েছে এ বিষয়ে বলতে পারছি না। আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
ঢামেক পুলিশ ফাড়ির মোঃ বাচ্চু মিয়া বলেন, কামরাঙ্গীরচরে ধারালো রাস্তার আঘাতে এক রিকশাচালককে ঢাকা মেডিকেলে মৃত্যু ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকার লোকজন ঘাতককে আটক করে কামরাঙ্গীরচর থানার পুলিশের হাতে শপর্দ করেছেন।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

