রাজধানীর যাত্রাবাড়ীর মোমিনবাগ এলাকার একটি বাসা থেকে মো. মনির হোসেন(৪০) বছর বয়সি এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এস আই) শাহ্ আলম জানান। আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর মোমিনবাগ এলাকার একটি বাসা থেকে মনির নামে একব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত মরিনের খালাতো বোন আরিফা আক্তার বলেন, আমার ভাই শারীরিক প্রতিবন্ধী কোটায় এনএসআইতে চাকরি করতেন। পরে তিনি নিজেই চাকরি ছেড়ে দেন। তার ওই এলাকাতেই কম্পিউটারের ব্যবসা করতেন আজ তার রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :