বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জোরালো ভাবে সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি ও দ্রুত পদোন্নতির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর জনসন রোডের স্টার কাবাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সারা বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর সভাপতি মোঃ রেজোয়ান খন্দকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোঃ ছালাউদ্দিন দিদার এর সঞ্চালনায় বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
সভার সভাপতি মোঃ রেজোয়ান খন্দকার বলেন, আমাদের প্রথম থেকেই দুটি দাবি জানিয়েছি। তার মধ্যে একটি দাবি বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটি দাবি সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি করা। আশাকরি, অচিরেই আমাদের এ দাবিটিও পূরণ হবে।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছালাউদ্দিন দিদার বলেন, আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে। খুব শীঘ্রই আমাদের গনতান্ত্রিক উপায়ে নির্বাচন প্রয়োজন। এসোসিয়েশনের উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তারিক আহমেদ রিংকু, দপ্তর সম্পাদক মোঃ জিয়াউল হক, চট্রগ্রাম বিভাগীয় সভাপতি সাইফুদ্দিন পারভেজ, খুলনা বিভাগীয় সভাপতি মোঃ জাকারিয়া শেখ, ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ এমাদ উদ্দিন, রাজবাড়ী জেলা সভাপতি মোঃ আলী আক্কাস, মৌলভীবাজার জেলা সভাপতি এবিএম মোঃ ফিরোজ আলম চৌধুরী, পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহিনুর আলম, নরসিংদী জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মুন্সিগঞ্জ জেলার সভাপতি শাকিলুর রহমান, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সরদার মোঃ আল-আমিন সহ আরও অনেকেই।
এ সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উন্নয়নে নানান ব্যাপী উদ্যোগের কথা বলেন বক্তারা। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টির দাবি জানান তারা।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

