সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪৩ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। অভিযানে সদর থানার চৌকস অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড়ে হেলালের চা স্টলের সামনে সন্দেহজনক একটি পিকআপ (ঢাকা মেট্রো–ন–১২–৬৩৩৪) থামাতে গেলে চালক পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে এবং তল্লাশি চালিয়ে ৪৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: নয়াবাড়ি গ্রামের চালক মোঃ মাসুদ রানা (২৭), কুড়িগ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে হেলপার মোঃ মামুন মিয়া (২৬) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমশের আলীর ছেলে মোঃ রেজাউল করিম (৪০)।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, সদর সার্কেল মোঃ নাজরান রউফ, ওসি মোখলেছুর রহমান এবং ওসি তদন্ত আহসান উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

