নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বাড়িতে গ্যাসচুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এর আগে ভোরে রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় একই পরিবারের ছয়জন দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন— সাকিব, ইভা, আসিফ, আনেজা বেগম ও মনিরা। তাদের মধ্যে সাকিবের ৭ শতাংশ, ইভার ২ শতাংশ, আসিফের ৫ শতাংশ, আনেজা বেগমের ১০ শতাংশ এবং অন্তঃসত্ত্বা মনিরার ৮ শতাংশ শরীরে দগ্ধতার চিহ্ন পাওয়া গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

