শেরপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত “যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ ও লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (RELİ) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম কমল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় যুবদের সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং কর্মসংস্থানমুখী বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেরপুর জেলা কার্যালয়ের এসডিএফ কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।
এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং জেলা কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) মো. মাহমুদুর রহমান, জেলা কর্মকর্তা (এলএইচ) মোহাম্মদ ছামিউর রহমান খান ও ক্লাস্টার কর্মকর্তা বলরাম চন্দ্র ঘোষের তত্ত্বাবধানে এবং আঞ্চলিক ব্যবস্থাপক তানজিনা আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর অরুনাথ দেবনাথ, ব্র্যাক-এর আঞ্চলিক ডিস্টিক কো-অর্ডিনেটর ফারহানা মিল্কী, টিসিসি’র অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প ও সহায়তা কাজে লাগিয়ে যুবসমাজকে স্বনির্ভর হতে হবে। এসডিএফ-এর RELİ প্রকল্প জেলার তরুণদের জীবিকা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতীসহ চার উপজেলার সাতটি ক্লাস্টার অফিসের কর্মকর্তা ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

