AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থীদের নিরাপত্তায় ডিআইইউর সব ক্লাস ও পরীক্ষা স্থগিত



শিক্ষার্থীদের নিরাপত্তায় ডিআইইউর সব ক্লাস ও পরীক্ষা স্থগিত

সাম্প্রতিক ভূমিকম্পে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ দেখা দেওয়ায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব সশরীরে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বস্তিকে বিবেচনায় রেখে এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হবে।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, চলমান ভূমিকম্প পরিস্থিতি normal না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্র খোলা রাখা সমীচীন নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২৭ নভেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি কমিয়ে আনতে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ অনলাইন ক্লাস গ্রহণ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্ল্যাটফর্মে নিয়মিতভাবে জানানো হবে। পাশাপাশি, ২৮ নভেম্বর থেকে ক্যাম্পাসে পরীক্ষাসহ সব নিয়মিত ক্লাস পূর্বঘোষণা অনুযায়ী যথারীতি শুরু হবে বলেও নিশ্চিত করা হয়।

এদিকে শনিবার গভীর রাতে  আতঙ্কিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে জড়ো হন। তারা বহুতল ভবনে অবস্থান ঝুঁকিপূর্ণ দাবি করে সব ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধের দাবি জানান। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেদিনই শনিবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে রবিবার প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে ২৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক চাপ ও চলমান ভূমিকম্প পরিস্থিতিকে সামনে রেখে এটি একটি জরুরি ও প্রয়োজনীয় সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ//এ.জে
 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!