AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে কলা অনুষদভুক্ত তিন বিভাগে ১০টি করে আসন বৃদ্ধি


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৩:৪৮ পিএম, ২৩ নভেম্বর, ২০২৫

ইবিতে কলা অনুষদভুক্ত তিন বিভাগে ১০টি করে আসন বৃদ্ধি

স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভুক্ত তিন বিভাগে ১০টি করে মোট ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে বিভাগগুলোতে ৮০টি করে আসন রয়েছে। সিন্ডিকেটে অনুমোদিত বৃদ্ধিপাওয়া বিভাগগুলো হলো– আরবী ভাষা ও সাহিত্য, বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩১তম সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ২৪ (গ) ও গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার ২ নং সিদ্ধান্তের আলোকে আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, বাংলা বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে ২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষ হতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আসন সংখ্যা ১০ জন বৃদ্ধি করে (৮০+১০) ৯০ (নব্বই) জন করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

ড. মনজুরুল হক বলেন, গত একাডেমিক কাউন্সিলে ‘আরবী ভাষা ও সাহিত্য, বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি’ এই তিনটি বিভাগের আসন সংখ্যা বাড়ানো হয়েছে এবং সেটি সিন্ডিকেটে অনুমোদন পেয়েছে।


 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!