জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) স্নাতক সম্মান ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব উপস্থিত থাকবেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ ও প্রক্টর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবেশিকা অনুষ্ঠানের দিন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস ও সব পরীক্ষা বন্ধ থাকবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

