ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন দুই বিভাগে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের এ পদে নিয়োগ দিয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিপার্টমেন্ট অব আস-সিরাহ আন-নববীয়্যাহ এর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম এবং ডিপার্টমেন্ট অব কম্পারেটিভ তাফসীর এর সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান।
বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, নিয়োগপ্রাপ্ত দুই নতুন সভাপতি ১৯ নভেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনকালে তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, “এটি থিওলজিরই অন্তর্ভুক্ত একটি বিভাগ। এটি মূলত রাসুল (স.) এর জীবনীর উপর পঠন-পাঠনে গুরুত্ব আরোপ করবে। এটি চালু করা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির নিদর্শন বলে মনে করছি। এ বিষয়ে যারা বিশেষজ্ঞ স্কলার রয়েছেন, তাদেরসহ বিশ্ববিদ্যালয়ের সকলকে সাথে নিয়ে আমি বিভাগটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের ১৩০তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিভাগ দুইটির অনুমোদন দেওয়া হয়। পরে সিন্ডিকেট সভায় এটি পাশ হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই বিভাগের কার্যক্রম শুরু করা হবে। বর্তমান সময়ের চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ের স্টাটিউটে এই বিভাগ দুইটির কার্যক্রম শুরু করা হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

