নাটোরের লালপুরে শ্রমিক সংকট দেখা দেওয়ায় নাটোর–১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজনা শারমিন পুতুল তার কর্মী–সমর্থকদের নিয়ে কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া পড়ে এবং কৃষকসহ সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
রবিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন স্থানে শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকদের জমির পাকা ধান কেটে দেন তিনি। এ কাজে যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরাও অংশ নেন।
ধান কেটে সহযোগিতা পাওয়ায় ডেবরপাড়া গ্রামের কৃষক রওশন আলম বলেন, “শ্রমিক সংকটে খুব চিন্তায় ছিলাম। ধানের শীষের প্রার্থী পুতুল আপা ধান কেটে দেওয়ায় আমরা কৃতজ্ঞ।”
এ সময় উপস্থিত ছিলেন—লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও মেয়র নজরুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, মৎস্যজীবী দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাস্টার, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু, লালপুর ইউপি সদস্য এমদাদুল হক, চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুলহাস, আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মকছেদ আলী, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, ওয়ালিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেন, দুড়দুড়িয়া ইউনিয়নের সভাপতি তাহমিদুর রহমান, এবি ইউনিয়নের আহ্বায়ক আবেদ আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মতি, কদিমচিলান ইউনিয়নের সভাপতি আব্দুল বারি কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাদিম হোসেন দোহা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, মাহমুদ হাসান রবিনসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

