“আমরা মা–মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো মুহূর্তে আমাদের তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে আমার চাচা-চাচি ও চাচাতো ভাইয়েরা।”—এমন অভিযোগ তুলেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের মৃত সামির আলীর মেয়ে শিউলি খাতুন।
রোববার নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবে মা মালেকা বেগমকে সঙ্গে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, “আমার দাদা হাজি মঞ্জুর আলী মৃত্যুবরণ করার পূর্বে তাঁর প্রতিটি সন্তানের নামে পৃথকভাবে দলিল করে যান। সে অনুযায়ী আমার বাবা সামীর আলী ও তাঁর ওয়ারিশ হিসেবে আমরা দীর্ঘ ৩৫ বছর ধরে ওই সম্পত্তি ভোগদখল করে আসছি। আমার বাবা মারা গেছেন প্রায় ৯ বছর হলো। অথচ হঠাৎ গত ৯ মে আমার চাচা বশির আহমেদ, নাসির আলী ও তাদের সন্তানরা নিজেদের ইচ্ছেমতো আমার দাদার সম্পত্তি ভাগ-বাটোয়ারা দেখিয়ে বাবার বাড়ি, ভিটা ও মার্কেট জোরপূর্বক দখল করে নেয়।”
তিনি কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, “এ বিষয়ে আমার মা মালেকা বেগম বাদী হয়ে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।”
শিউলি খাতুন লিখিত বক্তব্যে জানান, “আমার চাচা-চাচি ও চাচাতো ভাইয়েরা আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়। আমরা পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিই। আমাদের মার্কেটও দখল করে নেয়। মার্কেট নির্মাণের জন্য আনা ইট, বালি, খোয়া—সবই চাচারা জোর করে নিয়ে নিজের কাজে ব্যবহার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, থানা এমনকি সেনাবাহিনীর কাছেও বিচার চেয়েছি, তবুও কোনো প্রতিকার পাইনি। তাই নিরুপায় হয়ে দেশবাসীকে জানাতে এই সংবাদ সম্মেলন করছি।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের মাধ্যমে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশবাসীর কাছে আকুল আবেদন—আমাদের জীবনের নিরাপত্তা দিন। আমার বাবার দখলকৃত সম্পত্তি উদ্ধার করে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ করে দিন।”
সংবাদ সম্মেলনে শিউলি খাতুনের মা মালেকা বেগমও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

