AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে শিহাব - আবিদ


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি,যবিপ্রবি প্রতিনিধি
১১:১০ পিএম, ২২ অক্টোবর, ২০২৫

জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে শিহাব - আবিদ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রাকিব হাসান শিহাব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসী বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ এস এম আবিদ হাসান। 

বুধবার (২২ অক্টোবর) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবু হুরাইরা, মোঃ আল আমিন ও খালিদ আল মাশফিক, যুগ্ম-সাধারন সম্পাদক আতিকুর রহমান এবং মোঃ আরেফিন হাসান অমি , সাংগঠনিক সম্পাদক সাকিবুর রহমান খান এবং আব্দুল্লাহ আল ফাহিম , কোষাধ্যক্ষ মোঃ তৌকির আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ মোসাঃ আরিফুন নাহার অর্নি, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন রুপম, জনসংযোগ সম্পাদক শাহারিয়ার হাসান শাফিন, প্রধান ক্রিয়েটিভ টিম সম্পাদক আব্দুর রহিম, ইভেন্ট কো-অর্ডিনেটর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহকারী ইভেন্ট কো-অর্ডিনেটর সম্পাদক প্রাপ্তি দেবনাথ। এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য মিকোওরিন আরা মিনহা, মোঃ মিনহাজুল ইসলাম, রবিউল ইসলাম শিমুল, ফারদিন ইবনে করিম সামি, অরিত্র বিশ্বাস, শুভ শোম, শাহারিয়ার হোসেন সানি, অপূর্ব দেবনাথ, কাপিল রঞ্জন দাস, মুহতাসিম তাসফিয়া মাহিন, উম্মে মারিয়াম জেবা, মোঃ নাহিদ হাসান, জামায়েল সাদাত সামি, উম্মে আনিকা আক্তার জয়া এবং মোঃ নুর হাসান সায়েম।

জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শিহাব বলেন, জাস্ট ফটোগ্রাফিক সোসাইটি সবসময়ই বিশ্ববিদ্যালয়ে একটি সৃজনশীল ও অনুপ্রেরণামূলক সংগঠন হিসেবে কাজ করে আসছে। সংগঠনের এই গৌরবময় যাত্রাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করার লক্ষ্যে আমি নিষ্ঠা, সহযোগিতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাব। আমি বিশ্বাস করি সকলে একসঙ্গে কাজ করলে জাস্ট ফটোগ্রাফিক সোসাইটি আরও এগিয়ে যাবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম দেশব্যাপী গর্বের সঙ্গে উপস্থাপিত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!