AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবির স্পোর্টস উইকে ক্যাম্পাসজুড়ে নান্দনিক খেলাধুলার মহাউৎসব



যবিপ্রবির স্পোর্টস উইকে ক্যাম্পাসজুড়ে নান্দনিক খেলাধুলার মহাউৎসব

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) তে শীতের আগমনের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ক্যাম্পাসজুড়ে বহুল প্রতীক্ষিত স্পোর্টস উইকের মহাউৎসব। প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের খেলাধুলার উচ্ছ্বাস, বন্ধুত্ব ও প্রতিযোগিতার রঙে রঙিন হয়ে উঠেছে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। একাডেমিক ব্যস্ততার মাঝে শিক্ষার্থীদের মানসিক সতেজতা, দলগত মনোভাব এবং নেতৃত্বগুণ বিকাশে এই স্পোর্টস উইক রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

ইতমধ্যে কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (GEBT) বিভাগসহ বেশ কয়েকটি বিভাগ তাদের স্পোর্টস উইকের প্রতিযোগিতা সম্পন্ন করেছে। অন্যদিকে কিছু বিভাগে চলছে রোমাঞ্চকর লড়াই, আর কিছু বিভাগ ব্যস্ত সফল আয়োজনের প্রস্তুতিতে।

ক্রীড়াঙ্গনে প্রতিদিন অংশ নিচ্ছে প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দড়ি টানা, দাবা, লুডু, পিলো পাসিং, হাঁড়ি ভাঙা, গোলপোস্টে বল ফেলা এসব জনপ্রিয় খেলায় সরব হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। কোথাও ব্যাট-বলের ঝড়, কোথাও গোলের জন্য দৌড়ঝাঁপ, আবার দাবার বোর্ডে চলছে নিঃশব্দ কৌশল প্রতিটি খেলাই যেন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে নতুন উচ্ছ্বাস।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং বিভাগগুলোর নিজস্ব রুমেই অনুষ্ঠিত হচ্ছে অধিকাংশ প্রতিযোগিতা। সকাল থেকেই মাঠে ভিড় জমাচ্ছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। কেউ খেলার মাঠে দাঁড়িয়ে দলকে উৎসাহ দিচ্ছে, কেউ লাইভ স্কোর আপডেট করছে, কেউ আবার ছবি তুলতে ব্যস্ত পুরো পরিবেশে যেন উৎসবের সুর। শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ আর উচ্ছ্বাস স্পোর্টস উইককে করেছে আরও প্রাণবন্ত ও বর্ণিল।

যবিপ্রবির স্পোর্টস উইক শুধু খেলাধুলার আয়োজন নয় এটি এক ধরনের সাংস্কৃতিক ও সামাজিক মিলনমেলাও বটে। খেলাকে ঘিরে গড়ে ওঠে ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং ইতিবাচক প্রতিযোগিতার চেতনা। শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করছে আরও বেশি।

সপ্তব্যাপী এই আয়োজন আবারও প্রমাণ করে যে যবিপ্রবি শুধু একাডেমিক উৎকর্ষ নয়, খেলাধুলা, সংস্কৃতি এবং শিক্ষার্থী-বন্ধব পরিবেশ গঠনে সমান গুরুত্ব দিয়ে থাকে। শীতের মোলায়েম রোদে আজ প্রতিটি বিভাগ যেন এক বিশেষ উৎসবের ঘর, পুরো ক্যাম্পাস রূপ নিয়েছে এক বিশাল রঙিন স্পোর্টস কর্নারে।

যবিপ্রবির স্পোর্টস উইক তাই শুধু একটি অনুষ্ঠান নয় এটি শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস, ঐক্যের বন্ধন এবং সুস্থতার প্রতীক যা বছরে একবার হলেও সবাইকে একই মাঠে, একই আনন্দে ও একই সুরে মিলিত হতে শেখায়।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!