কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত ক্বেরাত, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানটি ১২ নভেম্বর ২০২৫, বুধবার বিকালে উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) শুধু মুসলমানদের জন্য নয়, বরং সারা বিশ্বের মানুষকে নৈতিক ও চারিত্রিকভাবে অনুপ্রাণিত করার এক আদর্শ। মুসলমানরা মধ্যম পথ অবলম্বন করেন, আর মধ্যম পথের নেতা হলেন মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)।” তিনি মাওলানা কামাল উদ্দিন জাকিরের উদ্ধৃতি দিয়ে বলেন, “আল্লাহর ডাক অবিরত চলতেই থাকে। এক জায়গায় আযান শেষ হলে অন্য জায়গায় শুরু হয়।”
উপাচার্য আরও উল্লেখ করেন, “বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রকার এক্সট্রা কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের জন্য ইতিবাচক প্রভাব রাখে। এই ইসলামী প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়েছে। জীবন ও যৌবনের জন্য প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার।
অন্যান্য উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবিরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আব্দুল হাকীম। কোরআন তেলাওয়াত করেন পুরস্কার বিজয়ী তাহমিনা আবেদীন এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন অরুপ চৌধুরী রুদ্র।
এবার ক্বেরাত, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা ২০২৫-এ মোট ১৭ জন বিজয়ীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, প্রতিযোগিতাটি পূর্বে ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

