`মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’- এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে সহযোগী অধ্যাপক মোঃ বজলুর রহমান, স্বর্ণীল মণ্ডল, বিভূতী ভূষণ মাহাতো ও মোঃ রাহাত রহমানসহ বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ সড়ক নির্মাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে