AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিপ্রবি বিজ্ঞান ক্লাবের সাফল্য: ICCCAD থেকে ৩ লক্ষ টাকার গবেষণা অনুদান


Ekushey Sangbad
মোঃ সায়েম উদ্দিন মুসা, গোবিপ্রবি
০৩:৪৯ পিএম, ২২ অক্টোবর, ২০২৫

গোবিপ্রবি বিজ্ঞান ক্লাবের সাফল্য: ICCCAD থেকে ৩ লক্ষ টাকার গবেষণা অনুদান

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিজ্ঞান ক্লাব অর্জন করেছে এক ঐতিহাসিক সাফল্য। সুইডেন সরকারের অর্থায়নে  এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান International Centre for Climate Change and Development (ICCCAD) আয়োজিত “Youth Innovation Fund 2025: Sponsoring Green Idea” প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ক্লাবটি ৩ লক্ষ টাকার গবেষণা অনুদান পেয়েছে।

বিজয়ী প্রজেক্টটির শিরোনাম “Integrate Coastal Resilience Hub: Citizen Science for Climate Adaptation and Pollution Change Management।” প্রজেক্টটির তত্ত্বাবধানে রয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. নিয়াজ আল হাসান।

গবেষণা দলে রয়েছেন মুহাম্মদ নাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, সাদমান বিন কাওসার (সিভিল ইঞ্জিনিয়ারিং), মো. সাকিবুল আলম নির্জন (বায়োটেকনোলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি) এবং এস. এম. নিশান (ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স)।

ড. নিয়াজ আল হাসান বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আমি সত্যিই গর্বিত। তাদের নিষ্ঠা, দলগত প্রচেষ্টা ও উদ্ভাবনী চিন্তাধারা গোবিপ্রবিকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।”

গবেষণা দলের সদস্য মো. সাকিবুল আলম নির্জন বলেন, “সুন্দরবন আমাদের দেশের প্রাকৃতিক প্রতিরক্ষা-বর্ম, কিন্তু দূষণ ও অপরিকল্পিত পর্যটনের কারণে এটি হুমকির মুখে। আমাদের প্রজেক্টের মাধ্যমে সিটিজেন সায়েন্স ব্যবহার করে সুন্দরবনকে মাইক্রোপ্লাস্টিক দূষণমুক্ত করার বাস্তব প্রচেষ্টা চালাচ্ছি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!