জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২২ অক্টোবর ২০২৫ সাধারণ শিক্ষানবিশ সদস্য বাছাইয়ের জন্য ভাইবা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফোরামের সভাপতি শাকিল বাবু বলেন, আমরা প্রতিবছর সাংবাদিক ফোরামে নতুন সদস্য নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও আমরা সাংবাদিকতায় আগ্রহীদের ভাইভা সম্পন্ন করেছি। এবার অসংখ্য আগ্রহীরা স্বতঃস্ফূর্তভাবে ভাইভায় উপস্থিত হয়েছে। এখান থেকে বাছাই করা নতুন সাংবাদিকরা সাংবাদিক ফোরাম থেকে হাতে-কলমে শিখে বিশ্ববিদ্যালয়ের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবে বলে আশাবাদী।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, ‘সাংবাদিক ফোরামে এ নিয়ে চতুর্থবারের মতো সম্পন্ন হলো সদস্য আহবান কর্মসূচি। প্রতিবারই প্রচুর উৎসাহ-উদ্দীপনা নিয়ে সংগঠনে যুক্ত হয়েছে একাধিক প্রতিভাবান এবং প্রচণ্ড গতিশীল নতুন নতুন সাংবাদিকরা। প্রতিবারের মতো এবারও সেই একই ধারা অব্যহত থাকবে বলে আমি আশাবাদী। যারা সাংবাদিক ফোরামের পথ চলায় চিরকাল স্বপ্ন সারথি হয়ে কাজ করে যাবে।’
একুশে সংবাদ/এ.জে