মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২১৩ রান করেছে। দলের শেষ দিকে রিশাদ হোসেনের ঝলমলে ক্যামিও ইনিংসেই এই সংগ্রহে পৌঁছায় টাইগাররা।
এ ম্যাচে জয়ের লক্ষ্য পেতে ক্যারিবীয়দের তুলতে হবে ২১৪ রান।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য সরকার সর্বোচ্চ ৪৫ রানে কলেন। মেহদী হাসান মিরাজ ৩২, রিষাদ হোসেন ৩৯ এবং নুরুল হাসান ২৩ রানে বিশেষ উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখান।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল ধীর। প্রথম উইকেট পতন ঘটে মাত্র ২২ রানে, এরপর ধীরে ধীরে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২১৩ রানে ইনিংস শেষ করে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে গুডাকেশ মোতি সর্বোচ্চ ৩ উইকেট নেন। আলিক অথমাজ ও আকিল হোসেন ২টি করে উইকেট নেন। অন্যদিকে, রোস্টন চেজ, খারি পিয়ার ১০ ওভার করে ব্যর্থ হন।
একুশে সংবাদ/এ.জে