নওগাঁর রাণীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়। প্রতিবছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি খেলাধুলার অঙ্গনেও সুনাম কুড়াচ্ছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় পুরস্কার অর্জনের মধ্য দিয়ে তারা স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখে আসছে।
তবে নিয়মিত খেলাধুলার চর্চার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে নেই কোনো সমতল বা মানসম্মত খেলার মাঠ। ফলে শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে এসে অবসর সময়ে খেলাধুলার অনুশীলনের সুযোগ পাচ্ছে না। বছরের পর বছর একটি ভালো মাঠের অভাবে শিক্ষার্থীরা আরও ভালো পারফরম্যান্স করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছা. সুরাইয়া জান্নাত বলেন, “আমরা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিই। উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছি। কিন্তু একটি ভালো মাঠ না থাকায় নিয়মিত অনুশীলন করা সম্ভব হচ্ছে না। যদি একটি মানসম্মত মাঠ থাকতো, তাহলে আমরা আরও ভালো করতে পারতাম।”
একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. আপন বলেন, “নিয়মিত খেলাধুলা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ দেহ ও মনই শিক্ষার মূল ভিত্তি। কিন্তু মাঠটি অসমান ও এবড়ো-থেবড়ো হওয়ায় খেলাধুলা করা কষ্টকর। আমরা এই উঁচু-নিচু মাঠেই যতটা সম্ভব চর্চা চালিয়ে যাচ্ছি। যদি দ্রুত মাঠটি সমতল করে সুন্দরভাবে নির্মাণ করা হয়, তাহলে আমাদের স্কুলের শিক্ষার্থীরা খেলার জগতে আরও সাফল্য অর্জন করতে পারবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাইদ প্রাং জানান, বিদ্যালয়ে বর্তমানে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে—এর মধ্যে ১৭০ জন ছাত্রী ও ১৩০ জন ছাত্র। খেলাধুলায় ভালো পারফরম্যান্সের দিক থেকে বিদ্যালয়টি উপজেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। কিন্তু বিদ্যালয়ের একমাত্র মাঠটি উঁচু-নিচু হওয়ায় নিয়মিত খেলাধুলা করানো সম্ভব হয় না।
তিনি আরও বলেন, “নিজস্ব অর্থায়নে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, তবে সেটির অবস্থাও এখন নাজুক। তাই সরকারের পক্ষ থেকে যদি দ্রুত মাঠটি আধুনিকায়ন করে দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার ছেলেমেয়েরাও অবসর সময়ে খেলাধুলার সুযোগ পাবে। একইসঙ্গে বিদ্যালয়ের শহীদ মিনারটিও সংস্কার করা প্রয়োজন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, “বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যেই লিখিতভাবে জানানো হয়েছে। মাঠটি আধুনিকায়নের বিষয়েও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/এ.জে