AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ব ফার্মেসি দিবসে ডিআইইউতে দিনব্যাপী উৎসব


Ekushey Sangbad
মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ প্রতিনিধি
০৩:০২ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্ব ফার্মেসি দিবসে ডিআইইউতে দিনব্যাপী উৎসব

“থিংক হেলথ, থিংক ফার্মাসিস্ট” স্লোগানকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফার্মেসি ফেস্ট ২০২৫।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পুরাতন ভবনের ক্যান্টিন প্রাঙ্গণে এ আয়োজন হয়।

দুপুর ১২টায় শুরু হওয়া মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আকবর হোসেন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এস কাদের পাটোয়ারী, রেজিস্ট্রার প্রফেসর রফিকুল ইসলাম, প্রক্টর ও প্রভোস্ট প্রফেসর ড. সাজ্জাদ হোসেনসহ ফার্মেসি বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বাগানে পরিবেশবান্ধব গাছ রোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর পুরাতন ক্যাম্পাস থেকে বিশ্ব ফার্মেসি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নতুন ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় পুরাতন ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, “আমরা যে ধরনের ওষুধ ব্যবহার করি, তা সমাজ ও মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে মনে রাখতে হবে, পূর্ববর্তী প্রজন্ম তাদের ধারণা ও গবেষণার মাধ্যমে ওষুধ তৈরি করেছে। বর্তমানে ফার্মাসিউটিক্যাল শিল্প দেশে যেভাবে বিস্তৃত হচ্ছে, তা উন্নয়নের বড় দৃষ্টান্ত।”

বিশ্ব ফার্মেসি দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “আমরা মনে করি ফার্মেসি বিভাগ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা স্বল্পমূল্যে ওষুধ পাচ্ছি, যা একটি সঠিক ওষুধ নীতির ফল। তোমরা যারা ফার্মেসি পড়ছো, সারা পৃথিবী তোমাদের জন্য উন্মুক্ত।”

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষ পর্বে ফার্মেসি ৩৬, ৩৭ ও ৩৮ ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা আয়োজন করা হয়। উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য, প্রক্টর, প্রভোস্ট ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান বিভিন্ন পোস্টার ঘুরে দেখেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!