ঢাকার কবি নজরুল সরকারি কলেজ শ্রী শ্রী দূর্গা পূজা, বিজয়া দশমী, "ফাতেহা-ই-ইয়াজদাহম", প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ১২ দিনের ছুটি ঘোষণা করেছে। কলেজের একাডেমিক ক্যালেন্ডারের অনুযায়ী ছুটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে এবং চলবে ৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা এই সময় কলেজের ক্লাসে অংশগ্রহণ করবেন না। তবে সরকার নির্ধারিত কর্মদিবসে কলেজের অফিস ও বিভাগসমূহ যথারীতি খোলা থাকবে।
ছুটি শেষে ১০ অক্টোবর (শুক্রবার) থেকে কলেজে নিয়মিত শ্রেণিকর্মসূচি পুনরায় শুরু হবে।
কলেজের অধ্যক্ষ বলেন, “ছুটি ছাত্রছাত্রীদের পারিবারিক পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের সুযোগ দেয়।” শিক্ষার্থীরা ইতোমধ্যে বাড়ি ফেরা এবং পূজা উদযাপনের প্রস্তুতি শুরু করেছে, এবং ছুটির আগেই কলেজে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে