যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির সুযোগ, প্রস্তুতির কৌশল ও সফলতার পথনির্দেশনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ) বেলা ২টা ৩০ মিনিটে যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ইংরেজি বিভাগের প্রভাষক শারিফুজ্জামান এবং নাফিউল করিম। প্রভাষক শারিফুজ্জামান ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডার এবং ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন এবং নাফিউল করিম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে রয়েছেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান বলেন,শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, সচেতন ও ক্যারিয়ার বিষয়ক জ্ঞান সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই হলো আজকের এই আয়োজনের মূল লক্ষ্য। এখন থেকেই তোমাদের লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে। অনেক সময় শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনার অভাবে লক্ষ্যে পৌঁছাতে পারে না। সেই সমস্যা দূরীকরণে তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত দিকনির্দেশনা মূলক সেমিনারের আয়োজন করছি। তোমাদের সাফল্যে বিশ্ববিদ্যালয়ের সাফল্য। আমি আশা করি তোমরা একদিন সুনাগরিক হয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

