AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০৭:৪৯ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের সিদ্ধান্ত মোতাবেক গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক মণ্ডল এবং সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা নজরুল ইসলাম বেগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সুবেদ আলী (গেজেট নং ৯৫১৩)। যুগ্ম-আহবায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাসিম এবং সদস্য-সচিব হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ (গেজেট নং ১৮৬১)।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম (গেজেট নং ১৪৫৫), বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম (গেজেট নং ১৪৩১), বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন (গেজেট নং ৯৮২৬) এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (গেজেট নং ৩৮৮৮)।

বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সদস্যবৃন্দসহ গৌরীপুর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এ অনুমোদনের অনুলিপি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা অফিসার, স্থানীয় সরকার প্রকৌশলী এবং গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

Link copied!