AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিআইইউতে ছাত্রশিবিরের ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা কার্যক্রম


Ekushey Sangbad
ডিআইইউ প্রতিনিধি
০৬:১০ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ডিআইইউতে ছাত্রশিবিরের ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা কার্যক্রম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে “জুলাই জাগরণ, নব উদ্যোমে বিনির্মাণ” স্লোগানকে সামনে রেখে রবিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী “জুলাই শহীদ স্মৃতি মেডিকেল ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি ও শাখা সেক্রেটারি।

সকাল ১১টা থেকে ক্যাম্পের কার্যক্রম শুরু হয় এবং সারাদিন এটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা, যেমন মেডিসিন বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ ও চর্মরোগ বিশেষজ্ঞ। এছাড়াও বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ফ্রি কনসালটেন্সি এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততার কারণে অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। এ ধরনের উদ্যোগ তাদের সহজে ও বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, “জুলাই শহীদ স্মৃতি মেডিকেল ক্যাম্প”-এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা। তাঁরা আরও বলেন, নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে শিক্ষার্থীরা উপকৃত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হবে।

ক্যাম্পে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, এ আয়োজন ডিআইইউতে এক ভিন্ন পরিবেশ সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের অনুপ্রেরণা যোগাবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!