মালয়েশিয়ার আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ ও উসুল আল-ফিকহ বিভাগের অধীনস্থ নাদওয়াত আল-জুমুআহ’তে ‘বাংলাদেশের আইনী ব্যবস্থায় শরিয়াহ আইনের সমন্বয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আল শাফী কনফারেন্স কক্ষে আল-ফিকহ এন্ড উসুল আল-ফিকহ বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশের বিচারব্যবস্থায় ইসলামী আইনশাস্ত্রের জটিল ইতিহাস ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা একত্রিত হন।
এসময় প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বাংলাদেশের আইনি ব্যবস্থায় শরিয়া আইনকে একীভূত করার তাত্ত্বিক ও ব্যবহারিক কাঠামো, সমসাময়িক আইনে শরিয়া নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার আইনি, সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবগুলি বিশ্লেষণ করেন। এছাড়া এসময় মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের চ্যালেঞ্জ এবং স্বাধীনতা-পরবর্তী আধুনিক যুগে বাংলাদেশের বিচারব্যবস্থায় শরিয়াহ আইনের প্রয়োগের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।
মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ২ টায় শুরু হওয়া এই সেমিনাওর আরও অতিথি ছিলেন আল-ফিকহ ও উসুল আল-ফিকহ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ মুহসিন, নাদওয়াত আল-জুমুআহ কমিটির প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুল হামিদ মোহাম্মদ আলী জারুম এবং অধ্যাপক ড. মুহাম্মাদ আমানুল্লাহ সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুরআন ও সুন্নাহ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ ওসমানী।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং নাদওয়াত আল-জুমুআ’হ সিরিজের ৫৯৫তম অধিবেশনের সমাপ্তি হয়।
একুশে সংবাদ/এ.জে