ভোলায় ইসলামি বক্তা আমিনুল হক নোমানী (নোমানী হুজুর)কে নৃশংসভাবে হত্যার ঘটনায় তাঁর বড় ছেলে রেদোয়ানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, রেদোয়ানের উশৃঙ্খল আচরণে বাবা নোমানী তাকে শাসন করায় তিনি নৃশংসভাবে হত্যা করা হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার (এসপি) মো. শরীফুল হক এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল ভোলাকে জানিয়েছেন, নোমানীর আদরের বড় সন্তান রেদোয়ানের হাতে তিনি নৃশংসভাবে খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে রেদোয়ান জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেল ৩টায় পুলিশ সুপার শরীফুল হক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার রহস্য উন্মুক্ত করেছেন।
এর আগে, ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে আমিনুল হক নোমানী তাঁর চরনোয়াবাদ বাসায় নৃশংস হত্যার শিকার হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোমানী ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ভোলা আলিয়া মাদ্রাসার মোহাদ্দিস ছিলেন। এছাড়া তিনি হেফাজতে ইসলামী বাংলাদেশ, ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন। ঘটনার পর খুনিদের গ্রেফতার করার দাবিতে কয়েক দফায় আন্দোলন করেছে ইসলামিক দলগুলো।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে