AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাকসু নির্বাচন: নজিরবিহীন নিরাপত্তায় ঢাবি ক্যাম্পাস


Ekushey Sangbad
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,(ঢাবি)
০৯:৩১ এএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন: নজিরবিহীন নিরাপত্তায় ঢাবি ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দিনটি ঘিরে পুরো ক্যাম্পাসে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে দায়িত্ব পালন করছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুরু হওয়া এ নিরাপত্তা কার্যক্রম চলবে টানা ৩৪ ঘণ্টা, যা বহাল থাকবে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

যে ব্যবস্থা নেওয়া হয়েছে:

শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, ফুলার রোড ও পলাশীসহ সব গেট কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও অনুমোদিত ব্যক্তিরাই শুধু ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন।

বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত বা জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না।

প্রবেশের সময় প্রত্যেককে পরিচয়পত্র দেখাতে হচ্ছে; এমনকি শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলক।

প্রতিটি গাড়ি তল্লাশির আওতায় রাখা হয়েছে।

সকাল থেকেই ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। ক্যাম্পাসের পরিবেশ শান্ত থাকলেও ভোটকেন্দ্র এলাকাগুলোতে সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট অনুষ্ঠিত হচ্ছে। শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, শিববাড়ি, উদয়ন স্কুল, ফুলার রোড ও পলাশী ক্রসিংসহ সব প্রবেশপথে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীও জানিয়েছে, পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। গেট ও আশপাশের এলাকায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!