ঝিনাইদহের কোটচাঁদপুরে মাত্র ১৩ মিনিটে এক চাষির গোয়াল থেকে ৩টি গরু চুরি হয়েছে। সোমবার গভীর রাতে পৌরসভার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত করেছেন গরুর মালিক সিফাতুল্লাহ। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।
গরুর মালিক সিফাতুল্লাহ জানান, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর এক প্রতিবেশী গাড়ির শব্দ শুনে তাঁকে ডাক দেন। বাইরে এসে দেখেন গোয়ালে গরু নেই। পরে জানা যায়, একটি সাদা লেগুনা গাড়ি নওদাগ্রামের দিকে চলে গেছে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে আসে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ২৮ মিনিটে একটি লেগুনা তাঁর বাড়ির সামনে এসে দাঁড়ায়। চোরেরা প্রাচীর টপকে বাড়িতে ঢুকে প্রধান ফটকের তালা কেটে গোয়াল থেকে ৩টি গরু বের করে গাড়িতে তোলে। রাত ২টা ৪১ মিনিটে লেগুনাটি গরু নিয়ে চলে যায়।
সিফাতুল্লাহ আরও জানান, তাঁর গোয়ালে মোট ৪টি গরু ছিল। চোরেরা ৩টি নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় তিন থেকে চার লাখ টাকা হবে। তিনি কোটচাঁদপুর পৌর কলেজের দপ্তরি পদে চাকরি করেন এবং দীর্ঘদিন ধরে গরু পালন করে আসছেন।
প্রতিবেশীরা জানান, সিফাতুল্লাহ চাকরির পাশাপাশি নিয়মিত গরু পালন করতেন। আগে কখনও এলাকায় এমন চুরির ঘটনা ঘটেনি। বাড়ির ফটক মজবুত থাকলেও চোরেরা মেশিন দিয়ে তালা কেটে গরু নিয়ে যায়। এতে এলাকার গরুপালকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার এসআই মনিরুল ইসলামকে।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে