ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শ্যালো মেশিন চুরির অপবাদে কার্তিক চন্দ্র (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা নায়ানপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কার্তিক চন্দ্র ওই এলাকার খোনা চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে এলাকায় সাদেকুল নামে এক ব্যক্তির শ্যালো মেশিন চুরি হয়। ওই ঘটনায় চিহ্নিত মাদকসেবী কানাই রায়ের ছেলে নিমাই রায়ের সম্পৃক্ততা পাওয়া গেলেও প্রভাবশালী পরিবার হওয়ায় দায় এড়াতে কার্তিকের ছেলে কপিল দেবকে অভিযুক্ত করার চেষ্টা করা হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।
ঘটনার দিন রাতে কার্তিক ঘটনাস্থলে গেলে তাকে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, কানাই রায়ের ছেলে নিমাই চিহ্নিত মাদকসেবী ও চোর। নেশার টাকার জন্য সে শ্যালো মেশিন চুরি করে। বিষয়টি প্রকাশ পেয়ে গেলে প্রভাবশালী পরিবারটি প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে কার্তিককে হত্যা করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহা. আরশেদুল হক বলেন, “শ্যালো মেশিন চুরির অপবাদে কার্তিক চন্দ্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে