ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রে ভোট গ্রহণের সময় অনিয়মের অভিযোগে পোলিং অফিসার জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, কার্জন হলের অমর একুশে হলের একটি বুথে একজন শিক্ষার্থীকে আগেই পূরণকৃত ব্যালট সরবরাহ করা হয়। ঘটনার সত্যতা যাচাই করতে রিটার্নিং কর্মকর্তা সেই বুথ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় অভিযোগ প্রমাণিত হলে জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।
পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী স্বীকার করেছেন যে, এটি অনিচ্ছাকৃতভাবে ঘটে গেছে এবং কোনো উদ্দেশ্যপূর্ণ প্রচেষ্টা ছিল না।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
