শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও মায়ের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার নলডাঙ্গা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. খাইরুল ইসলাম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্শেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভু চরণ দাস। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান সরকার।
এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম ও নাদিরা বেগম, নলডাঙ্গা হাইস্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সাদুল্লাপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন।
অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন কাজল রেখা, শামীম ঢালী ও রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ কর্মচারীবৃন্দ।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে