প্রকৌশলী অধিকার আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার রাতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ শাটডাউনের ডাক দেন আন্দোলনকারীরা। এর পরদিন সকালে কুয়েটের শ্রেণিকক্ষগুলো ফাঁকা দেখা যায়। কোনো শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষায় অংশ নেননি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচারসহ তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এক শিক্ষার্থী, ফয়সাল ইকবাল বলেন—
“পূর্ব ঘোষণা অনুযায়ী কেউ ক্লাসে যায়নি। আজও সড়ক অবরোধ কর্মসূচি হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব।”
এর আগে বুধবার বিকেলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ফুলবাড়িগেট মোড়ে সড়ক অবরোধ করেন।
একুশে সংবাদ/স.ট/এ.জে