AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৯ আসন ফাঁকা রেখেই যবিপ্রবি‍‍`র প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ



১৯ আসন ফাঁকা রেখেই যবিপ্রবি‍‍`র প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষে ক্লাস শুরু হচ্ছে আজ সোমবার (১১ আগস্ট)। রবিবার (১০ আগস্ট) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভর্তি কার্যক্রম শেষে এখন ও পর্যন্ত ১৯টি আসল ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত  শিক্ষার্থীদের ক্লাস সোমবার (১১ আগস্ট) শুরু হবে। একইসাথে সোমবার (১১ আগস্ট) বিভাগীয় ওরিয়েন্টেশন স্ব স্ব বিভাগে অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ২৩ আগস্ট (শনিবার) সকল বিভাগের নবীন শিক্ষার্থীদেরকে নিয়ে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যবিপ্রবির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মোট ৯৪০টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি হয়েছেন ৯২১ জন । বাকি ১৯টি সিট ফাঁকা রয়েছে। তবে ফাঁকা আসন পূর্ণ করতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ দ্রুতই সিদ্ধান্ত নিবেন বলে জানান সাংবাদিকদের ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!