বাংলাদেশ সুপ্রিম কোর্ট আয়োজিত “Mutual Exchange: A Dialogue Between The Supreme Court & Young Law Students” শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের চার শিক্ষার্থী প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এই কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্স (এলএলএম) থেকে মহিমা বিশ্বাস ও আমজাদ হোসেন এবং ব্যাচেলর (এলএলবি) থেকে সাইমা নাসরিন ও আবদুল্লাহ অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জিআইজেড বাংলাদেশের অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন প্রজেক্টের সিনিয়র অ্যাডভাইজর সৈয়দ জিয়াউল হাসান। এছাড়া আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান সহ বিভাগটির সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন উপস্থিত ছিলেন।
এদিকে কনফারেন্সে অংশগ্রহণের অভিজ্ঞতা প্রসঙ্গে মহিমা বিশ্বাস বলেন, ‘নতুন একটি আইনি পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া এবং দেশের সর্বোচ্চ আদালতের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।’
এসময় আইন বিভাগের সভাপতি ড. হালিমা খাতুন শিক্ষার্থীদের এই অংশগ্রহণকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেন। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট কর্তৃক আয়োজিত এমন কনফারেন্স শিক্ষার্থীদের আইন বিষয়ক জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা বিকাশে ব্যাপক সহায়তা করবে। এ ধরনের কনফারেন্সে অংশগ্রহণ শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতায় সমৃদ্ধ করে, যা তাদের পেশাগত জীবনে এগিয়ে যেতে সহায়ক হবে। এটি তাদের ভবিষ্যৎ পেশাজীবনে অনেক কাজে আসবে।’
একুশে সংবাদ/এ.জে