সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর সিদ্ধান্তে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লক্ষ্মীপুরের শিক্ষকরা। একইসঙ্গে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করার অভিযোগ তুলে কিন্ডারগার্টেন শিক্ষকদের উদ্বেগজনক আচরণের প্রতিবাদ জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সদর শাখার ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এসব বক্তব্য তুলে ধরা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, সদর উপজেলা সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, নির্বাহী সম্পাদক মজিবুর রহমান, শিক্ষক কামাল হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী।
বক্তারা বলেন, “প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মানোন্নয়নে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পুনরায় এই পরীক্ষা চালু করায় আমরা কৃতজ্ঞতা জানাই। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে।”
তবে বৃত্তি পরীক্ষার ঘোষণা আসার পর থেকেই কিন্ডারগার্টেনের শিক্ষকরা বিভিন্নভাবে তাদের শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশ নেওয়ার দাবি তুলছেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
তারা আরও বলেন, “যদি তারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চান, তাহলে নিজেদের মতো করে বৃত্তি পরীক্ষার আয়োজন করুক, কিংবা তাদের শিক্ষার্থীদের আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিক। কিন্তু তারা সেটা করবে না, কারণ এতে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে।”
কিন্ডারগার্টেন শিক্ষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “আপনারা আমাদের সহকর্মী, ভাই-বন্ধু। কিন্তু আপনাদের কাছ থেকে কুরুচিপূর্ণ মন্তব্য আশা করি না। বৃত্তি পরীক্ষা বন্ধে আপনারা ষড়যন্ত্র করছেন। সাবধান হয়ে যান। মব সৃষ্টির চেষ্টা করবেন না। তা না হলে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
মানববন্ধন শেষে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে সদর উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে