AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবি শিক্ষার্থীদের দুই মাস ব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন


Ekushey Sangbad
ওবায়দুল্লাহ,কুবি প্রতিনিধি
১০:৫৭ এএম, ১০ জুলাই, ২০২৫

কুবি শিক্ষার্থীদের দুই মাস ব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন

স্কুল, বিশ্ববিদ্যালয় এবং সালমানপুর এলাকায় দুই মাস ব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। গত ৮ মে থেকে ৮ জুলাই পর্যন্ত দুইমাস ব্যাপী দুটি স্কুল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সালমানপুর গ্রাম এবং অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নানান কার্যক্রম পরিচালনা করেন। 

বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী সালমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষার্থীদের মাস্ক, লিফলেট বিতরণ ও প্র্যাক্টিকালি হাত ধোয়া শিখনো হয়। সালমানপুর গ্রাম এবং বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ এবং শিক্ষার্থী ও গ্রামবাসীদের মাঝে সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়। 

লিফলেট এবং অনলাইনে স্বাস্থ্য সচেতনত না হওয়ার কারনে কি কি রোগ হয়? সেগুলো প্রতিরোধের উপায় কি? যেখানে সেখনে ময়লা না ফেলা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। 

গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষিকা আয়েশা আক্তার বলেন, "আমাদের বাচ্চারা এই কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয় জানতে পেরেছে। তারা বিভিন্ন রোগ সম্পর্কে জেনেছে এবং সেগুলো থেকে পরিত্রানের উপায় সম্পর্কে জেনেছে। তারা এগুলো পরিবার এবং সমাজে ছড়িয়ে দিতে পারবে সেই আশা করি।" 

ক্যাম্পেইন পরিচালকের একজন আব্দুল্লাহ বলেন, “বহু শিশু এখনো জানেই না কেন খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া জরুরি, কিংবা কোন ডাস্টবিনে কোন ময়লা ফেলতে হয়। আমরা চাই, এই ছোট্ট অভ্যাসগুলো থেকেই তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে উঠুক এবং ভবিষ্যতে তারা নিজেকে ও সমাজকে সুস্থ রাখতে পারে।”

উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ‍‍‍‍`পাবলিক রিলেশনস‍‍‍‍` কোর্সের অধীনের এসাইনমেন্ট হিসেবে ক্যাম্পেইনটি পরিচালনা করেছে।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!