AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফার্মেসি শিক্ষার গতি বাড়াচ্ছে ডিআইইউ ফার্মা ক্লাব


Ekushey Sangbad
ডিআইইউ প্রতিনিধি
০৬:২১ পিএম, ৭ আগস্ট, ২০২৫

ফার্মেসি শিক্ষার গতি বাড়াচ্ছে ডিআইইউ ফার্মা ক্লাব

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে ‘ডিআইইউ ফার্মা ক্লাব’। এটি শুধুমাত্র একটি ছাত্রসংগঠন নয়—বরং একাডেমিক পাঠ্যক্রম ছাড়িয়ে নেতৃত্ব, বাস্তব দক্ষতা ও পেশাগত প্রস্তুতির একটি বিস্তৃত প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্লাবটির কার্যক্রমে এসেছে গতি ও গতিশীলতা। এখন নিয়মিত আয়োজিত হচ্ছে ওয়ার্কশপ, সেমিনার, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও পাবলিক হেলথ ক্যাম্পেইন। এসব আয়োজন শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখছে না, বরং বাস্তব জীবনের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা জানান, ফার্মা ক্লাব তাদের আত্মবিশ্বাস, টিমওয়ার্ক ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সরাসরি ভূমিকা রাখছে। এর ফলে একাডেমিক পড়ালেখার পাশাপাশি তারা নিজেদের ক্যারিয়ার ও সামাজিক দক্ষতা গঠনে এগিয়ে যেতে পারছেন।

ক্লাবটির প্রচার সম্পাদক সাব্বির হোসেন বলেন,“আমাদের লক্ষ্য একটি এমন প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও পেশাগতভাবে নিজেকে গড়ে তুলতে পারে। আমরা পরিকল্পনামাফিক কার্যক্রম হাতে নিচ্ছি, যাতে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়।”

সহকারী প্রচার সম্পাদক শুভ বৈদ্য বলেন,“এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব ও দলবদ্ধভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করছে। ইনোভেটিভ প্রোগ্রামের মাধ্যমে আমরা চাই তারা যেন বাস্তব সহায়তা পায় ক্যারিয়ার গঠনে।”

ডিজিটাল মাধ্যমেও ক্লাবটি রেখেছে চোখে পড়ার মতো পদচিহ্ন। সহকারী প্রচার সম্পাদক রাসেল আহমেদ রিফাত জানান,“ডিআইইউ ফার্মা ক্লাবকে আমরা একটি পরিচিত ও পেশাদার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তাই প্রতিটি কার্যক্রমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যমান করে তোলা হচ্ছে, যাতে এর প্রভাব আরও বিস্তৃত হয়।”

ডিআইইউ ফার্মা ক্লাব ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চায়। তাদের পরিকল্পনায় রয়েছে—

  • গবেষণাভিত্তিক প্রজেক্ট

  • ইন্ডাস্ট্রিয়াল ভিজিট

  • ক্যারিয়ার কাউন্সেলিং সেশন

  • জাতীয় পর্যায়ের ফার্মেসি বিষয়ক ইভেন্ট আয়োজন

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করেন, এই ক্লাবটি একটি অনন্য উদাহরণ—যেখানে শিক্ষার্থীরা নিজের সীমাবদ্ধতা পেরিয়ে হয়ে উঠছে আত্মবিশ্বাসী, সচেতন ও দায়িত্বশীল ভবিষ্যৎ ফার্মাসিস্ট।

ডিআইইউ ফার্মা ক্লাব আজ শুধুই একটি নাম নয়—এটি নেতৃত্ব, সমাজসেবা ও পেশাগত উৎকর্ষের পথে এক উজ্জ্বল আলোকবর্তিকা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!