জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬৪ জন চলমান শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ওই ঘটনায় সংশ্লিষ্ট প্রমাণিত হওয়া ৭৩ জন সাবেক শিক্ষার্থীর ডিগ্রি বাতিল করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে সিন্ডিকেট সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
তিনি জানান, গত বছরের জুলাইয়ে আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতায় জড়িত হিসেবে মোট ২২৯ জনের নাম উঠে এসেছে। এর মধ্যে ১৩০ জন বর্তমানে অধ্যয়নরত এবং ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অপরাধের মাত্রা বিবেচনায় আরও ৩৭ জনকে দুই বছর, ৮ জনকে এক বছর এবং একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অপরদিকে, তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০ জন শিক্ষার্থীকে দায়মুক্তি দেওয়া হয়েছে।
অভিযুক্ত সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে ৭৩ জনের সনদ বাতিল এবং ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া, ২০ জনকে অভিযোগমুক্ত ঘোষণা করা হয়।
বহিরাগতদের ভূমিকা নিয়ে উপাচার্য বলেন, ক্যাম্পাসে অনুপ্রবেশকারী সন্ত্রাসী, হামলার পরিকল্পনাকারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতাও তদন্তে উঠে এসেছে। যেহেতু এসব কার্যক্রম বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী, তাই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে