AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গত একমাসে জবির বাঁধন ইউনিট সর্বমোট ২৯১ ব্যাগ রক্ত সরবরাহ করেছে


Ekushey Sangbad
সৃজন সাহা,জবি প্রতিনিধি
১২:৩০ পিএম, ৬ আগস্ট, ২০২৫

গত একমাসে জবির বাঁধন ইউনিট সর্বমোট ২৯১ ব্যাগ রক্ত সরবরাহ করেছে

বাঁধন রক্তদান ইউনিট একটি স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠন। এ সংগঠনে যুক্ত সদস্যরা যেকোনো পরিস্থিতিতে জরুরি অবস্থায় রোগীকে রক্ত দিতে প্রস্তুত থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাঁধন ইউনিট গত জুলাই মাসে সর্বমোট ২৯১ ব্যাগ রক্ত সরবরাহ করেছে।

আজ বুধবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটির তথ্য ও শিক্ষা সম্পাদক।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত একমাসে (জুলাইয়ে) সংগঠনটি A+ রক্ত সরবরাহ করে ৭১ ব্যাগ, B+ ৬৯ ব্যাগ, AB+ ৪৫ ব্যাগ, O+ ৭৫ ব্যাগ, A- ১১ ব্যাগ, B- ০৭ ব্যাগ, AB- ০৯ ব্যাগ ও O- ০৪ ব্যাগ রক্ত সরবরাহ করেছে। উক্ত মাসে মোট রক্তের চাহিদা ছিল ৩৮০ ব্যাগ+ এবং মোট রক্ত দিয়েছে ২৯১ ব্যাগ। এছাড়াও সংগঠনটি গত জুলাই মাসে মোট ৩৬২ জনের রক্তের গ্রুপ নির্নয় করেছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে সর্বোচ্চ রক্ত সরবরাহ করেছেন শিক্ষার্থী ওজিল (৪৪ ব্যাগ)। ২য় সর্বোচ্চ সরবরাহ করেছেন মাবুদা (৩৫ ব্যাগ) এবং ৩য় সর্বোচ্চ রক্ত সরবরাহ করেছেন শিক্ষার্থী খালিদ (৩৪ ব্যাগ)।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!