ফ্যাসিস্ট ও স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের প্রথম বার্ষিকী উপলক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস স্মরণে বিজয় মিছিল ও আলোচনা সভা করেছে ময়মনসিংহের ভালুকা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর সদরের প্রধান প্রধান সড়কে বিজয় মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। পরে পৌর কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, জহির রায়হান, স্বপন বনিক এবং সদস্য আমান উল্লাহ তাজুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সভাপতি গোলাপী আক্তার, ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপির সম্মানিত সদস্য মাহবুব আলম সিদ্দিকী (দুলু), বিএনপি নেতা মো. ফজলুল হক, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম খান এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনি। এছাড়াও এসময় পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে