AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আটক বাবা ও তিন সন্তানকে ফেরত দিল বিএসএফ



আটক বাবা ও তিন সন্তানকে ফেরত দিল বিএসএফ

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক এক বাবা ও তাঁর তিন সন্তানকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ভারতের বামনবাড়ি সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত পিলারের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও বিএসএফের মধ্যে আলোচনা শেষে তাদের ফেরত হস্তান্তর সম্পন্ন হয়।

ফেরতপ্রাপ্তরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ি গ্রামের নজরুল ইসলাম (৫২) ও তাঁর তিন ছেলে সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিস্টার এবং মোহাম্মদ আলফাস।

স্থানীয়রা জানান, কাজের সন্ধানে নজরুল ইসলাম তাঁর তিন ছেলেকে নিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে তারা বালিয়াডাঙ্গীর নাগরভিটা সীমান্ত দিয়ে ৩৭৩/১-এস নম্বর পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতের বামনবাড়ি ক্যাম্পের বিএসএফ টহল দল তাদের আটক করে। পরে বিএসএফ কর্তৃপক্ষ বিজিবি ৫০ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

বিজিবি জানিয়েছে, ফেরত পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, তাদের ভারতে পাঠানোর পেছনে কারা জড়িত—সে বিষয়ে অনুসন্ধান করে দালাল চক্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বড় পলাশবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবু সালে বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে চারজনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।”

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, “বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক।”

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!