শেখ হাসিনার পলায়নে স্বৈরাচার পতনের এক বছর পূর্তিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভিন্নমাত্রার এক কর্মসূচির আয়োজন করে ‘জুলাই বিপ্লব মঞ্চ’যবিপ্রবি।
‘হাসিনার পলায়নের বর্ষপূর্তি’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে ও মূল ফটকে ছাত্র-জনতাকে মিষ্টি বিতরণ করে ‘জুলাই বিপ্লব মঞ্চ’-এর সদস্যরা। এ সময় তারা বলেন, “গত বছরের এই দিনে দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষ বিজয়ের স্বাদ পেয়েছিল। ইতিহাসের সে দিনটিকে উদযাপন করা মানেই জনগণের চেতনার বিজয়কে সম্মান জানানো।
কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ৩৬ জুলাই (৫ আগস্ট) আমাদের ইতিহাসে নতুন সূর্যোদয়ের দিন। এই দিনে একটি স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছিল, আর তার জায়গা নিয়েছিল গণতন্ত্রের নতুন সম্ভাবনা। আজকের এই মিষ্টি বিতরণ স্বৈরাচার বিরোধী এক চেতনাগত উদযাপন।
এ বিষয়ে জানতে চাইলে জুলাই বিপ্লব মঞ্চের সভাপতি মো:তপু ইসলাম বলেন, হাসিনার পলায়ন ছিল একটি নিপীড়নমূলক যুগের অবসান এবং একটি নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা। আজ আমরা মিষ্টি বিতরণের মাধ্যমে সেই বিজয়ের আনন্দ জনগণের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এই উদযাপন আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে যে, আমরা আর কখনো কোনো স্বৈরাচারকে ক্ষমতায় টিকতে দেব না। পাশাপাশি যেকোন প্রয়োজনে শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনে ‘জুলাই বিপ্লব মঞ্চ’ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাবে।
একুশে সংবাদ/এ.জে