সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালন করা হয়েছে । নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয়েছে দিনটি।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এরপর কেন্দ্রীয় অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা ও বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সিকৃবির জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম। অনুষ্ঠানে উপাচার্য মহোদয় জুলাই শহীদদের স্মরণ করতে গিয়ে বলেন, "গত বছর আমাদের সাহসী ছাত্ররা জীবন উৎসর্গের মাধ্যমে এক নতুন স্বাধীনতার দ্বার উন্মোচন করেছে। তাদের স্মরণে আমরা মাসব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করেছি। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম ‘৩৬ জুলাই’ রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, "আমাদের এই বিশ্ববিদ্যালয় একসময় ছিল আওয়ামী লীগের বিশ্ববিদ্যালয় । নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি সহ নানা ধরনের অপকর্ম এখানে সংঘটিত হয়েছে। শুধু এক অডিটোরিয়ামের কাজেই ২২ কোটি টাকার দূর্নীতি করেছে। অবৈধভাবে অনেক লোক নিয়োগ দেয়া হয়েছে। আমরা যদি এসবের বিচার না করি, তাহলে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে। সেই উদ্দেশ্যে আমরা ইতোমধ্যে পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছি। বক্তব্যে তিনি জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক সদস্য ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা, সিলেট জেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য যুগ্ন সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরি, শহীদ সাংবাদিক আবু তোরাবের ভাই আবু আহসান যাবুর সহ প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে