যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী ছাব্বির খন্দকার এবং সাধারণ সম্পাদক একই সেশনের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আসিফ ইসলাম।
বুধবার (২রা জুলাই) নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতির এক পুনর্মিলনী অনুষ্ঠানে উক্ত সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. বিপ্লব কুমার ও হাবীবা ইসলাম এই কমিটির ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মিশরী পল্লবী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান ও সাদরিতা সরকার শশী, সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুস সাকিব সিয়াম, সহ-সাংগঠনিক সম্পাদক সোনালী সাহা, কোষাধ্যক্ষ শাওন বিশ্বাস, সহ-কোষাধ্যক্ষ এস. এম. জাকারিয়া, দপ্তর সম্পাদক মোঃ আবু হুরায়রা ফকির, উপ-দপ্তর সম্পাদক মোঃ খালিদ কাজী , সাংস্কৃতিক সম্পাদক বিত্ত সরকার ও সাদমান হোসাইন, ক্রীড়া সম্পাদক এস. এম. আর্শিনুল বাহার, মিডিয়া ও প্রচার সম্পাদক শেখ আবু সুফিয়ান, মহিলা বিষয়ক সম্পাদক ফাতিমা নিশাত নিশি। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নিলয় বিশ্বাস, সৌরভ বিশ্বাস, মোঃ রমিম ফকির ,সাগর বাইন, তিথি পাল, পৃথী দাস, অনিক আহমেদ রিয়াজ, লিমন শেখ, জেসিয়া ইমাম, চিন্ময় ঘোষাল, তীর্থ রায়, মাহবুবা জামান আশা, জারিন তাসনিম ,সমাপ্তি রায়, মোছাঃ ইয়াম্মী হোসেন ইভা।
একুশে সংবাদ//র.ন